Skip to main content

Posts

Showing posts from February, 2023

Parthapratim Dash on Hindenburg Research Report

বহু সো-কল্ড জ্ঞানী গুণীদের বেশ লাফালাফি চলছে আজকাল হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট নিয়ে। এরা বিভিন্ন ভাবে বার বার বলার চেষ্টা করছে হিন্ডেনবার্গ রিসার্চ নিজেদের ফায়দার জন্য করেছে, কোনো সমাজ সেবা বা স্ক্যাম এক্সপোজ করার জন্য নয়।  এদের বিশাল টাকার কামাই হবে ইত্যাদি ইত্যাদি।  এখানে আমার ( পার্থপ্রতিম দাশ)  কিছু বক্তব্য আছে - হিন্ডেনবার্গ রিসার্চ কিভাবে কাজ করে তার সম্পূর্ণ তথ্য হিন্ডেনবার্গ রিসার্চ ট্রান্সপারেন্ট রেখেছে এবং উল্লেখ করে দিয়েছে তারা কিভাবে রোজকার করে। তারাতো খুব সহজেই এড়িয়ে যেতে পারতো কিভাবে তাদের ফায়দা হয় কিন্তু তারা পাবলিক রেখেছে তথ্য এবং এই পদ্ধতি আনএথিক্যাল নয় আইন* অনুযায়ী।  এই ধরনের রিসার্চ তথ্য পাবলিক হওয়ার পর সবাইতো চলে আসবে থিসিস নিয়ে চর্চা করতে কিন্তু হিন্ডেনবার্গ রিসার্চ এর রোজকার কোথা থেকে হতো, কে দিতো ফান্ডিং, এমপ্লয়ী এবং সংস্থাপকের রোজকার কিভাবে হতো? সবাইতো যে যার নিজের নিয়েই ব্যাস্ত হয়ে যায়, যে যার পদ্ধতিতে ওই তথ্য কাজে লাগিয়ে এটেনশন এর জন্য এবং বিভিন্ন ভাবে বিজ্ঞাপর্ন ইত্যাদি দিয়ে রোজকারের জন্য।   যদি এই ধরনের কোনো ইনভেস্টিগে...