Skip to main content

AePS Financial Fraud in India | Aadhaar Enabled Payment System

ফ্যাক্ট হচ্ছে আমরা প্রশ্ন করি না যতো সময় পর্যন্ত নিজেদের সঙ্গে অভিজ্ঞতা না হয়। 

Representational Image Generated by AI: AePS Financial Fraud in India | Aadhaar Enabled Payment System

ব্যাংক যখন ডিসপিউট না নেয় তখন বিকল্প ভাবে অভিযোগ নথিভুক্ত করা, এবং যখন লিগ্যাল অথরিটি সঠিকভাবে অভিযোগ না নেয় বা ভয় দেখিয়ে ঘুরিয়ে দেয় তখনো বিকল্প ভাবে অভিযোগ নথিভুক্ত করা ভিক্টিমের কর্তব্য বাধ্যতামূলক। 

যতো সময় পর্যন্ত সঠিকভাবে অভিযোগ নথিভুক্ত না হবে, ততখন পর্যন্ত কোনো ক্রাইম বা ফ্র্ড হয়নি - লিগ্যাল সিস্টেমের ভাষায়। তাই তারা কেউই জবাব না দিয়ে এড়িয়ে যায়।

এই যে AePS সিস্টেমের মাধ্যমে ব্যাংক একাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে বিভিন্ন ভাবে, এরা কে বা কারা, কে এদের অনুমতি দিয়েছে, কে সাহস দিচ্ছে এই ধরনের ক্রাইম করার জন্য। 

কারন যে কেউ তো আর এই ধরনের কাজ করতে পারে না। এই AePS সিস্টেমের মাধ্যমে টাকা তোলার জন্য অনেক ধরনের অনুমতি এবং ভেরিফিকেশন দরকার হয়।

যেমন AePS সিস্টেম কে বা কারা ব্যাবহার করে টাকা তুলতে পারবে তার জন্য লিগ্যাল সিস্টেম আছে।

যে বা যারা (অথরিটি) ভেন্ডর বা কোম্পানী গুলোকে অনুমতি দিয়েছে AePS সিস্টেমের মাধ্যমে টাকা তোলার তারা কি কি সর্তের ভিত্তিতে দিয়েছে, তাদের দায়িত্ত্ব কতটা। তাদের কি কোনো দায়িত্ত্ব নেই কাদের হাতে তুলে দিচ্ছে AePS সিস্টেম। 

যে সমস্ত কোম্পানীর বা ভেন্ডরের এজেন্ট থেকে AePS সিস্টেম ব্যাবহার করে টাকা তুলছে তাদের তো স্থায়ী লিগ্যাল বৈধতা আছে, তারা তো আর ওই ভাড়ায় নেওয়া ব্যাংক একাউন্টের মতো, নাম ঠিকানা ছাড়া অস্তিত্ব হীন নয়।

যখন এদের ব্যকগ্রাউন্ড ভেরিফিকেশন হয়েছিলো তখন যে বা যারা ভেরিফিকেশন করেছিলো তারা কি দেখে করেছিলো। 


  • যে সমস্ত কোম্পানী বা ভেন্ডরদের অনুমতি দেওয়া হয়েছে তাদের কোনো জবাব দেহী নেই? 
  • যে বা যারা অনুমতি দিয়েছে কোম্পানি বা ভেন্ডরদেরকে তাদের জবাব দেহী নেই?
  • ব্যাংক, লিগ্যাল অথরিটি, গভর্নমেন্ট, আধার, এবং AePS সিস্টেমের অথরিটি, ইত্যাদি এদের কোনো জবাব দেহী নেই?


শুধু আধার লিংক করে দিলেই হয় না, তার দায়িত্ত্ব কে নেবে? 

সতর্কতার নাম করে আধার লক করে রাখুন, ইত্যাদি ইত্যাদি করুন বলতে কতো সময় লাগে, কিন্তু এতো বড়ো সিস্টেমের জবাব দেহী থাকবেনা?

সাইবার সচেতনতামূলক তথ্য দেখা শোনা অবশ্যই প্রয়োজন একইসঙ্গে নিজেকেও প্রস্তুত রাখা বাধ্যতামূলক।  

কিছু প্রশ্ন যার দিকে অনেকেই ঘুরে তাকাতে চায় না সহজেই -

১) সম্পূর্ণ দেশে মোট কত শতাংশ মানুষের আধার কার্ডের সঙ্গে ভ্যালিড এবং রেগুলার নম্বর সংযোগ আছে। 

২) কতো শতাংশ মানুষের কাছে স্মার্টফোন এবং ইন্টারনেট সম্পূর্ণ ভাবে আছে। 

৩) কতো শতাংশ মানুষ কম্পিউটার এবং স্মার্টফোনের সঠিকভাবে ব্যবহার করতে জানেন।

৪) কতো শতাংশ মানুষ ইন্টারনেটের ব্যবহার, ওয়েবসাইট ব্যবহার, এপপ্স ব্যবহার, বেসিক সাইবার সিকিউরিটি প্রটোকল জানেন।

৫) কতো শতাংশ মানুষ সঠিকভাবে লিখতে, পড়তে, এবং স্বাক্ষর করতে জানেন।

৬) কতো শতাংশ মানুষ প্রতিদিন বিভিন্ন কাজে নিয়মিত ভাবে আধার বায়োমেন্ট্রিক ব্যবহার করেন।

ইত্যাদি আরো বহু গ্রাউন্ড রিয়েলিটিতে অনেক প্রশ্ন আছে যা অনেকেই আলোচনা করতে চায় না, জানলেও এড়িয়ে যায় এই ফ্যাক্টস গুলো নিয়ে আলোচনা করতে। 

বেশিরভাগই ভাবে তারা প্রতিদিন খেতে পাচ্ছে, জিবি জিবি ইন্টারনেট ব্যবহার করছে, স্মার্টফোন ব্যবহার করছে, কম্পিউটার ব্যবহার করছে, সোশ্যাল মিডিয়াতে সময় কাটাচ্ছে, কিন্তু সবার ক্ষেত্রে সমান নয়, তাই যেটা খুব সহজেই বলে দেওয়া যায় আধার লক করে রাখুন, যখন প্রয়োজন তখনই খুলুন - বলতে সময় লাগেনা। কিছু ক্ষেত্রে মানুষ পারলেও সবার ক্ষেত্রে আজও তা অসম্পূর্ন। 

সর্বত্র আধার সংযুক্ত করে দিয়ে আধার সিস্টেম কতটা সুরক্ষিত সেটা নিয়ে প্রশ্ন আসছে না। প্রশ্ন আসছেনা আধার অথেন্টিকেশন দুই স্তরে কেন হচ্ছে না। শুধু ফিঙ্গারপ্রিন্ট নয়, সঙ্গে আইরিশ অথবা ও টি পি অথবা অথেন্টিকেটর সিস্টেম দিয়ে ডবল ভেরিফিরেশন করা খুবই প্রয়োজন কিন্তু তার জন্য অনেক কিছুই আপডেট করাতে হবে, আরো নতুন ভাবে সিকিউরিটি সিস্টেম প্রস্তুত করতে হবে, কিন্তু তা নিয়ে প্রশ্ন নেই।  


AePS সিস্টেমের মাধ্যমে টাকা তোলার সিকিউরিটি স্টেপস আপডেট করা দরকার, যেমন -

১) এজেন্ট এবং গ্রাহক দুজনেরই ফিঙ্গারপ্রিন্ট অথেনটিকেশন বাধ্যতামূলক।

২) এজেন্ট এবং গ্রাহক দুজনেরই (IRIS) আইরিশ অথেনটিকেশন বাধ্যতামূলক।

৩) এজেন্ট এবং গ্রাহক দুজনেরই লাইভ জিওটেগড (Geo-tagged) ফটো তোলা বাধ্যতামূলক।

৪) ব্যাংক থেকে লেনদেন কনফার্মেশন কল, গ্রাহকের রেজিষ্টার নম্বরে (আঞ্চলিক ভাষায়), অ্যাকসেপ্ট অথবা ডিসপিউট।

৫) ১৫ দিন অন্তর এজেন্টের প্রতিটি লেনদেন অডিট করা, যে যে কোম্পানি বা ভেন্ডরের সঙ্গে সংযুক্ত, তারাই করবে। এবং কোম্পানি বা ভেন্ডরদের দায়িত্ত্ব এবং জবাব দেহী বাধ্যতামূলক।

৬) ভিডিও সঙ্গে অডিও রেকর্ডিং, যেখানে এজেন্ট গ্রাহকের সঙ্গে লেনদেন কথা, গ্রাহকের নাম, ইত্যাদি। 

সাইবার ক্রাইম যে কোনো সময় যে কারোর সঙ্গে হতে পারে, সে যতোই এক্সপার্ট হোক বা একদম কিছু জানে না। তাই সবাইকেই প্রস্তুত থাকার প্রয়োজন।

Popular posts from this blog

Facebook Graph Search Commands – The Big List

Facebook Graph Search Commands – The Big List Graph Search is powerful, easy to master and incredibly useful. Here are a collection of search queries that will give you a good idea of what you can do with Graph Search on Facebook. 1. Track your Facebook Activity My favorite pages My favorite music Books I like Photos I have liked Photos I have like that are recent Places visited by me Places nearby I visited Games I like 2. View photos of friends, or even strangers Photos of my friends Photos of my friends of friends taken in [Place] Photos of people named [Name] Photos of ( or  uploaded by) [Name] Photos of [Name] in ( or  before  or  after) [Year] Photos commented on by [Name] Photos liked by [Name] Photos of [Person A] liked by [Person B] Photos of [Person A] AND [Person B] 3. Find new places to eat, visit. Restaurants nearby liked by my friends [Cuisine] Restaurants liked by my friends of ...

IRCTC Tatkal Booking Update: Aadhaar Authentication to Be Mandatory

In a major update for railway passengers across India, the Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) has announced that Aadhaar authentication will be mandatory for all Tatkal train ticket bookings starting 1st July 2025 . This new guideline, issued as part of Government directives, will apply to bookings made through both the IRCTC website and the IRCTC Rail Connect mobile app .  What This Means for Passengers Tatkal tickets, often the last-minute lifeline for many travellers, will soon be available only to users whose IRCTC accounts are linked and authenticated with their Aadhaar number . Without this authentication, users will not be allowed to proceed with Tatkal bookings post the cut-off date. The move is aimed at enhancing transparency, curbing misuse of the Tatkal quota, and streamlining the identification process for ticket buyers. How to Authenticate Your Aadhaar with IRCTC To avoid any disruption in your travel plans, IRCTC advises users to complete t...

Kali Linux AI Integration

Kali Linux is a popular open-source operating system designed for digital forensics and penetration testing. It is based on Debian and comes pre-installed with a wide range of security-related tools, including network analysis tools, password cracking tools, and vulnerability assessment tools. One way that artificial intelligence (AI) is changing the practice of using Kali Linux is by enhancing the capabilities of the tools it includes. For example, AI can be used to improve the accuracy and speed of password cracking tools, allowing users to more efficiently test the security of systems and networks. AI can also be used to automate certain tasks in Kali Linux, such as scanning for vulnerabilities or analyzing network traffic. This can save time and allow users to focus on more complex tasks, such as analyzing and interpreting the results of these scans. In addition, AI can be used to improve the overall user experience of Kali Linux by providing personalized recommendations and assist...

10 Subjects Should Be Mandatory in Every School's Syllabus

Introduction: Education is one of the most important aspects of human life. It plays a significant role in shaping the future of an individual and society. The syllabus of schools should cover a broad range of subjects that equip students with knowledge and skills essential for their growth and development. The state of West Bengal and India should integrate essential subjects into their education system that will help students become responsible citizens, entrepreneurs, and good human beings. This article discusses the mandatory subjects that should be covered in the syllabus of schools in West Bengal and all over India. Sex Education and Marriage-related laws: Sex education is an essential subject that should be included in the school syllabus. It helps students to understand their sexuality, reproductive health, and the consequences of engaging in sexual activity. Sex education also includes information on safe sex practices, contraception, and sexually transmitted diseases. A...

মোবাইল চুরি এবং ছিনতাই: বর্তমান পরিস্থিতি এবং পুলিশের ব্যর্থতা

পশ্চিমবঙ্গ - মোবাইল চুরি এবং ছিনতাই এখন একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও এই ধরনের অপরাধ ঘটছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রতিরোধের কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অপরাধীরা নির্ভয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কারণ তারা জানে যে তাদের আটকাতে পুলিশ প্রায়ই ব্যর্থ। কিছু ক্ষেত্রে পুলিশের সক্রিয়তা দেখা যায়, কিন্তু অধিকাংশ সময়ই তা শুধুমাত্র  পিআর এর জন্য।  "নিউজ এটাচমেন্ট সোর্স - আনন্দবাজার পক্রিকা" রাজ্যের বিভিন্ন স্থানে এই ধরনের র‍্যাকেটগুলো গড়ে উঠেছে, এবং এগুলো কার্যক্রম চালিয়ে যাচ্ছে নির্ভয়ে। সাধারণ মানুষ ভয়ে ভয়ে রয়েছে, আর অপরাধীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। দুর্নীতি, অযোগ্যতা, এবং নিষ্ক্রিয়তা মিলিয়ে পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। পুলিশের কার্যক্রমের ওপর নির্ভরশীলতা কমে যাচ্ছে এবং বাস্তবতা উপলব্ধি করতে হলে সাধারণ মানুষকেই প্রথম পদক্ষেপ নিতে হবে। মোবাইল ফোন চুরি বা ছিনতাইয়ের ক্ষেত্রে, বেশিরভাগ সময় পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) এন্ট্রি করিয়ে দেয়, যাতে ঘটনাটিকে মিসিং বা হারিয়ে যাওয়া বলে উল্লেখ করা হয়। এতে পুলিশের এলাকার ক্রাইম রে...

SEXTORTION | Cyber Crime in India

If anyone become a victim of 'sextortion' Cyber Crime,  Follow these steps if you have interest to do with your own responsibility. “Note: This article based on facts and research data; published for subject to public interest awareness purpose.” Don't panic. Be strong mentally. Don't pay any amount for sextortion, No means No. Capture smartly all evidence and report the concern legal authority and don't delete any kind of conversation or evidence. Write a public note about the incidents of sextortion for aware people around you on online. Otherwise, your online circle people can also get the incidence related data by the criminals. Remember if you are in the digital world and your data available in public view then remember your data is forever stored in anywhere, it's not possible to erase completely. If someone blackmailing you with your data and if they (criminals) upload your data to any portals or send through e-mail, chat, etc, it will be recorded evidenc...

How To Create YouTube Custom URL Easily

  Custom URL overview Custom URLs now redirect users to your new URL that is based on your handle. If you need to change your URL, you can do this by updating your handle at youtube.com/handle. New custom URLs can no longer be set up and existing custom URLs can no longer be changed. Existing custom URLs will continue to work. If you must permanently delete your custom URL, you can do so by deleting your channel. As a reminder, deleting your channel is a permanent action. If you’d like to create a new URL for your channel, change your handle. A handle URL is created automatically whenever you choose or change your handle as a channel owner. They display as, for example, youtube.com/@aboutpartha